ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য বাংলাদেশ দলে যুক্ত হলেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। সিরিজ নিজেদের হাতে রাখতে মরিয়া বাংলাদেশ দল মিরপুরের চেনা উইকেটে স্পিন দিয়েই ক্যারিবিয়ানদের ঘায়েল করার কৌশল নিচ্ছে।
শক্তিশালী হলো স্পিন বহর: নতুন সংযোজন বাঁহাতি স্পিনার নাসুম





স্কোয়াডে ইতিমধ্যেই তানভীর ইসলাম, রিশাদ হোসেন, এবং মেহেদী হাসান মিরাজের মতো স্পিনাররা রয়েছেন। এছাড়া পার্ট-টাইম স্পিনার হিসেবে সাইফ হাসান ও শামীম হোসেন পাটোয়ারীর হাত ঘোরানোর সুযোগ রয়েছে। এত স্পিনার থাকার পরও নাসুমকে যুক্ত করা প্রমাণ করে, উইন্ডিজ বধের জন্য বাংলাদেশ স্পিনেই ফাঁদ পাতছে।
প্রথম ম্যাচের সাফল্য ও দলের প্রত্যাশা
প্রথম ম্যাচে তরুণ লেগ-স্পিনার রিশাদ হোসেন ছয় উইকেট নিয়ে বাংলাদেশকে দারুণ জয় এনে দেন। মিরাজ ও তানভীরও উইকেটের স্বাদ পেয়েছেন। এই পরিস্থিতিতে সিরিজ হাতছাড়া করতে চাইছে না বাংলাদেশ। তাই স্পিন শক্তি আরও বাড়িয়ে নিশ্চিত জয় চাইছে স্বাগতিকরা।
নাসুমের সাম্প্রতিক ফর্ম
৩০ বছর বয়সী নাসুম ওয়ানডেতে অনিয়মিত হলেও টি-টোয়েন্টিতে নিয়মিত মুখ। সর্বশেষ তিনি ২০২৪ সালের ডিসেম্বরে ওয়ানডে খেলেছেন। তবে তিনি খেলার ভেতরেই ছিলেন। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ সেরা হওয়ার পর সদ্য সমাপ্ত জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে রংপুরের হয়ে শিরোপা জিতেছেন। ফর্মে থাকা এই স্পিনারকে তাই হুট করেই ওয়ানডে দলে ডাকা হলো। ১৮টি ওয়ানডেতে তাঁর শিকার ১৬ উইকেট, ইকোনমি রেট ৪.৪৮।
সিরিজের বাকি দুই ম্যাচ
আগামী মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরের ও শেষ ম্যাচটি হবে ২৩ অক্টোবর। সিরিজের বাকি দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এক নজরে বাংলাদেশ স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ।